বিএনপির কাছে নয়াপল্টনের বিকল্প দুটি ভেন্যুর নাম চেয়েছে পুলিশ
স্টাফ রিপোর্টারঃ
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অনুমতি চেয়ে পুলিশকে আবেদন করেছে দলটি। সংগঠনটির চিঠির জবাবে বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছে পুলিশ।
গতকাল বুধবার (২৫ অক্টোবর) বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে চিঠির মাধ্যমে এসব তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে পুলিশ জানতে চেয়েছে, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না? জননিরাপত্তার কারণে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চেয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।