DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভিডিও বানাতে গিয়ে তরুণীর মৃত্যু

DoinikAstha
আগস্ট ৩, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপগুলো বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনেকেই এই অ্যাপগুলোর জন্য ভিডিও তৈরি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে চীনের কোজহু প্রদেশে।

‘ডুইন’ নামের একটি অ্যাপের জন্য ভিডিও বানাতে গিয়ে ২৩ বছর বয়সী এক নারীরর মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই নারী ১৬০ ফুট উঁচু একটি ক্রেনে চড়ে ভিডিও করছিলেন। হঠাৎ সেখান থেকে পড়ে যান। তারপর তার মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে ‘দ্য সান’ জানয়েছে, ওই নারী একজন পেশাদার ক্রেন অপারেটর। কাজ শেষ অন্য কর্মীরা যখন বাড়ি চলে যান তখন তিনি ক্রেনের ওপর থেকে ভিডিও তৈরি করছিলেন। হঠাৎ তিনি পা পিছলে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিতে পড়ার সময় তার হাতে মুঠোফোন ধরা ছিল।

দুই সন্তানের জননী ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যম ও ডুইন অ্যাপে ভিডিও পোস্ট করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। তার দৈনন্দিন কাজের বিভিন্ন ভিডিও তিনি পোস্ট করতেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১