DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিরল তুষারপাতের কবলে স্পেন তুসারপাতে, ২ জনের মৃত্যু

DoinikAstha
জানুয়ারি ১০, ২০২১ ৫:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:স্পেনে বিরল তুষারপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমন আকার ধারণ করেছে যে, দেশের অর্ধেকের বেশি অংশ জুড়ে রেড অ্যালার্ট জারি করতে হয়েছে।

সবচেয়ে বেশি তুষারপাত কবলিত এলাকাগুলোর মধ্যে রাজধানী মাদ্রিদও রয়েছে, নগরীর বিমানবন্দরসহ বহু সড়ক বন্ধ রাখা হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে মাদ্রিদে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। অন্তত ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ৪০ বছরের মধ্যে মাদ্রিদে এত ভারী তুষারপাতের ঘটনা আর ঘটেনি।বিবিসি জানায়, স্পেনের দক্ষিণাঞ্চলে মালাগার কাছে নিজ গাড়িতে আটকা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর ক্যালাদাইয়ুদে গৃহহীন এক ব্যক্তি ঠান্ডায় জমে মারা গেছেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাছে একটি মহাসড়কে বহু গাড়ি আটকা পড়ে ছিল। অচল হয়ে পড়ে থাকা গাড়ির চালকদের সহায়তার জন্য দমকল কর্মীদের ডাকা হয়। কয়েকটি এলাকায় রাস্তা পরিষ্কারে সহায়তা করতে সামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়। লোকজনকে অপরিহার্য নয়, এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টুইটে বলেছেন, ‘ভ্রমণ এড়িয়ে চলুন আর জরুরি বিভাগগুলোর নির্দেশনা অনুসরণ করুন। ঝড় ফিলোমেনা চলার সময় অত্যন্ত সতর্ক থাকুন।’

তবে বহু লোককে তুষারপাতের দৃশ্য উপভোগ করতে দেখা গেছে। দেশটিতে সপ্তাহ জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আগামী বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা মাইনাস ১২ সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]