ব্যাঙ্গোলুরুর বিপক্ষে টসে গেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব ২০ ওভারে রান ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের টার্গেট দিয়েছে।
ওপেনিং খেলতে নামা লোকেশ রাহুলের অপরাজিত ৬৯ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংসে বিশাল রানের সংগ্রহ পায় পাঞ্জাব। নিকোলাস পুরানকে (১৭) আউট করেন শিবম দুবে। গ্লেন ম্যাক্সওয়েল আউট হন ৫ রানে। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা ময়ঙ্ক আগরওয়ালকে (২৬) গুগলিতে ফেরান চহাল।
আরও পড়ুনঃচহালের গুগলিতে সাজঘরে ফিরলেন ময়ঙ্ক
এ দিকে ভারতীয়দের মধ্যে লোকেশ রাহুল দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ২ হাজার রান সম্পূর্ণ করলেন। আট বছর আগের আইপিএলে কিংবদন্তি সচিন তেন্ডুলকর দ্রুততম দু’হাজার রান করেছিলেন। তা ভেঙে দিল রাহুল। দু’হাজার রানে পৌঁছতে সচিন নিয়েছিলেন ৬৩ ইনিংস। কিন্তু রাহুল মাত্র ৬০ ইনিংস খেলেই নতুন নজির গড়েন। স্টেনের বলে রাহুলের ক্যাচ ফেলেন কোহালি। তখন রাহুল ৮৩ রানে ব্যাট করছিলেন।