আন্তর্জাতিক ডেস্কঃ
টানা ছয়দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ডের পর ভারতে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা তুলনামূলক কম হয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ১৯ হাজার ৪৩৫ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৪ জন।
এ পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন জানায় ভারত। সেই আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অক্সিজেন কনসেনট্রেটর এসেছে। এবার ব্রিটেন পাঠালো ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্টেটর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, যুক্তরাজ্য থেকে প্রয়োজনীয় ওষুধ ভারতে এসেছে। এছাড়া ১০০টি ভেন্টিলেটর ও ৯৫টি অক্সিজেন কনসেন্টেটরও পাঠিয়েছে তারা।
সাহায্য পাঠানোর জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানিয়েছে ভারত। এদিকে ফ্রান্স জানিয়েছে, ভারতকে ৮টি অক্সিজেন জেনারেটর দিয়ে সাহায্য করবে তারা। এই জেনারেটরগুলোর মাধ্যমে হাসপাতালেই অক্সিজেন উৎপাদন করা সম্ভব। স্বল্প সময়ের মধ্যে সেসব জেনারেটর ভারতে চলে আসবে।