ভারতের কর্ণাটক বিধানসভায় প্রথম মুসলিম স্পিকার
আস্থা ডেস্কঃ
ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ইউ টি কাদের। কংগ্রেসপন্থি এই বিধায়ক রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম বিধায়ক বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।শুক্রবার (২৬ মে) কংগ্রেসপন্থী এই বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন। সূত্র-টাইমস অব ইন্ডিয়া।
বিধানসভার বিরোধী দল বিজেপি এবং জনতা দল স্পিকার নির্বাচনে তাদের প্রার্থী দেয়নি। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ইউ টি কাদের স্পিকার পদে নির্বাচিত হন। তবে এখনই স্পিকারের পদে দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। দেশটির সংবিধান অনুযায়ী, কর্ণাটক বিধানসভার বিদায়ী স্পিকার আর ভি দেশপাণ্ডে তার হাতে ক্ষমতা হস্তান্তরের পরই এ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন কাদের।
২০২১ সালের ডিসেম্বরে কর্ণাটকের উদুপি জেলায় হিজাব পরে যাওয়ার কারণে কয়েকজন মুসলিম শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয় এবং তার জেরে সেই রাজ্যে শুরু হয় হিজাব আন্দোলন। পরে ভারতের অন্যান্য রাজ্যেও সেই আন্দোলন ছড়িয়ে পড়ে।
ভারতের রাজনৈতিক সহনশীলতাকে বড় একটি চ্যালেঞ্জের মুখে ফেলেছিল এই আন্দোলন। ওই সময় রাজ্য বিধানসভায় আসীন ছিল বিজেপি।
গত ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন হয়। ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয় ১৩ মে। ভোটের ফল বিশ্লেষণ করে জানা যায়, রাজ্য বিধানসভার ২শ ২৪টি আসনের মধ্যে ১শ ৩৬টিতেই জয়ী হয়েছে কংগ্রেস।