DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১২ই মার্চ ২০২৫
ঢাকাবুধবার ১২ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবসে দারাজে সপ্তাহব্যাপী রিয়েলমি’র অবিশ্বাস্য অফার

News Editor
ফেব্রুয়ারি ৭, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভালোবাসা দিবসে দারাজে সপ্তাহব্যাপী রিয়েলমি’র অবিশ্বাস্য অফার

ভালোবাসা দিবস উপলক্ষে ৭-১৪ ফেব্রুয়ারী পর্যন্ত দারুণ অফার থাকছে রিয়েলমি স্মার্টফোনে। অফার চলাকালে দারাজে রিয়েলমি’র বিভিন্ন হ্যান্ডসেট পাওয়া যাবে স্পেশাল প্রাইসে।

দেশের সবচেয়ে দ্রুত চার্জিং ৬৫ ওয়াটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি ৭ প্রো পাওয়া যাবে
২০০০ টাকা কমে স্পেশাল প্রাইসে মাত্র ২৫,৯৯০ টাকায়। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র
৩৪ মিনিট। পাশাপাশি রয়েছে সনির ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে,
৮জিবি র‍্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মিডরেঞ্জে একমাত্র ৬৪ মেগাপিক্সেল কোয়াড
ক্যামেরার স্মার্টফোন রিয়েলমি ৭ আই এর বাজারমূল্য মাত্র ১৭,৯৯০ টাকা হলেও, দারাজে এই
বিশেষ সপ্তাহে পাওয়া যাবে মাত্র ১৬,৯৪০ টাকায়।

বাংলাদেশে গ্লোবালি সবার আগে লঞ্চ হওয়া রিয়েলমি সি ১৭ এই অফারের সময়কালে মাত্র ১৪,৭৯০
টাকায় পাওয়া যাবে। এতে রয়েছে ৯০ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট, ৬জিবি র‍্যাম, ১২৮ গিগাবাইট
স্টোরেজ এবং মেগা ৫০০০ এমএএইচ ব্যাটারি।
এর পাশাপাশি জিওমেট্রিক গ্রেডিয়েন্ট ডিজাইন, অক্টা-কোর প্রসেসর, হাই স্ক্রিন-টু-বডি রেশিওর
৬.৫-ইঞ্চির এলসিডি ফুল স্ক্রিন, আল্ট্রা-ওয়াইড কোয়াড ক্যামেরা এবং মেগা ৬০০০ এমএএইচ
ব্যাটারি সুবিধাযুক্ত রিয়েলমি সি ১৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন সংস্করণ এর দুটি ভেরিয়েন্ট স্পেশাল
প্রাইসে পাওয়া যাবে। এর ৪জিবি+৬৪জিবি ভেরিয়েন্টের বাজারমূল্য ১২,৯৯০ টাকা, যা ১২,১৯০ টাকায়
এবং ৪জিবি + ১২৮জিবি ভেরিয়েন্টের বাজারমূল্য ১৩,৯৯০ টাকা, যা অফার চলাকালে ১৩,২৯০ টাকায়
গ্রাহকেরা কিনতে পারবেন। রিয়েলমি সি ১৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন সংস্করণ দিয়ে টানা ৪৪ ঘন্টা
কথা বলা যায়।

এছাড়াও, ডুয়াল নাইটস্কেপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং
৬.৫ ইঞ্চি ডিসপ্লে সম্বিলিত রিয়েলমি সি ১১ এর বাজারমূল্য ৮,৯৯০ টাকা, কিন্তু এই ফোন
ফেব্রুয়ারি ৭-১৪ তারিখের মধ্যে দারাজ থেকে মাত্র ৮,৬৯০ টাকায় কেনা যাবে।
একনজরে ভালোবাসা দিবস উপলক্ষে রিয়েলমি স্মার্টফোনগুলো দারাজে নিম্নোক্ত স্পেশাল প্রাইসে
পাওয়া যাবেঃ

হ্যান্ডসেটের নাম                            বাজারমূল্য (টাকা)             ৭-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দারাজে স্পেশাল প্রাইস (টাকা)

আরো পড়ুন :  সিলেটের চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়িতে দুই কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

রিয়েলমি ৭ প্রো                                      ২৭,৯৯০                               ২৫,৯৯০
রিয়েলমি ৭ আই                                     ১৭,৯৯০                               ১৬,৯৪০
রিয়েলমি সি ১৭                                     ১৫,৪৯০                               ১৪,৭৯০
রিয়েলমি সি ১৫ (৪+১২৮ জিবি)                  ১৩,৯৯০                               ১৩,২৯০
রিয়েলমি সি ১৫ (৪+৬৪ জিবি)                    ১২,৯৯০                               ১২,১৯০
রিয়েলমি সি ১১                                     ৮,৯৯০                                ৮,৬৯০

আরো দেখুনঃ

বাজারে আসতে যাচ্ছে চশমার মধ্যেই স্মার্ট ফোনের সুবিধা!

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২