DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভুয়া জামিননামা বানিয়ে হাইকোর্টের সঙ্গে প্রতারণা, গাইবান্ধায় কারারক্ষী গ্রেফতার

DoinikAstha
এপ্রিল ১৬, ২০২১ ৪:০২ পূর্বাহ্ণ
Link Copied!

  1. ভুয়া জামিননামা বানিয়ে হাইকোর্টের সঙ্গে প্রতারণা, গাইবান্ধায় কারারক্ষী গ্রেফতার

 

হাইকোর্টের ভুয়া জামিননামা বানিয়ে হত্যা মামলার এক আসামিকে জামিনের চেষ্টা মামলার তালিকাভুক্ত আসামি গাইবান্ধার কারারক্ষী মোজাম্মেল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

তিনি বলেন, সকালে কারারক্ষী মোজাম্মেল হক জেলা কারাগারে যাওয়ার পথে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের জেলখানা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে একটি সাদা মাইক্রোবাসে করে ঢাকা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

তবে কেন বা কী কারণে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে; তার বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি। গ্রেফতারকৃত মোজাম্মেল হক গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। তিনি গাইবান্ধা জেলা কারাগারে কারারক্ষী হিসাবে কর্মরত।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, ২০১৯ সালে কারারক্ষী মোজাম্মেল হক ঠাকুরগাঁও কারাগারে কর্মরত থাকাকালীন হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরি করেন। পরে সেই জামিননামা আদালতে উপস্থাপন করে কারাবন্দি হত্যা মামলার এক আসামির জামিনচেষ্টা করেন মোজাম্মেল হক। এ ঘটনায় মামলার তালিকাভুক্ত আসামি তিনি। প্রতারণা করে হত্যা মামলার আসামির জামিনচেষ্টার ঘটনাটি অধিকতর তদন্তের জন্য ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গাইবান্ধার জেল সুপার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও থাকাকালীন হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরির মামলায় মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে। ঢাকার একজন পুলিশ কর্মকর্তা মুঠোফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪