DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভুয়া পুলিশসহ সিলেট সীমান্তে আটক-২

Astha Desk
ডিসেম্বর ৩, ২০২৪ ৩:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ভুয়া পুলিশসহ সিলেট সীমান্তে আটক-২

 

বিষেশ প্রতিনিধিঃ

 

ভুয়া পুলিশসহ সিলেট সেক্টরের সুনামগঞ্জ সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবি।

 

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির টহল দল গামারীতলা সীমান্ত এলাকা থেকে ওই দুজনকে আটক করে। ওই সময় তাদের হেফাজতে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম উত্তর মোকসেদপুরের আবু চাঁনের ছেলে বাকির হোসেন ও তার সহযোগী একই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে তাবারত হোসেন।

 

সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

 

বিজিবি অধিনায়ক আরও জানান, পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোশাক পরে বাকির হোসেন সোমবার সকালে মোটরসাইকেল চালক তাবারককে নিয়ে সীমান্ত এলাকায় গামারীতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে।

 

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাকির জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত জনৈক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোশাক পরে তার সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। এরপর বিজিবি মোটরসাইকেল জব্দসহ তাদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪