DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

DoinikAstha
মার্চ ১৮, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ

ভোলায় বাবাকে হত্যা মামলায় ছেলে আবু সায়েদকে ফাঁসি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ রায় দেয়া হয় বলে নিশ্চিত করেন পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাভু।

জানা গেছে, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আনন্দ পার্ট-১ গ্রামে ২০১৭ সালের ২৩ আগস্ট ছেলে আবু সায়েদ তার বাবা মুনাফ সাজির মাথায় শাবল দিয়ে আঘাত করেন। আহতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

পরে ২৪ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরিশালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে ২৫ আগস্ট ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]