DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরাইলি বাহিনী

DoinikAstha
জানুয়ারি ২৮, ২০২১ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের হেবরনের কাছাকাছি একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার হেবরনের দক্ষিণে উম্মে কুসাহর অন্যান্য স্থাপনার সাথে মসজিদটি গুঁড়িয়ে দেয়া হয় বলে জানিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

মসজিদটির কাছাকাছি থাকা স্থানীয় একটি স্কুলের পরিচালক মোহাম্মদ ইয়াতিমিন বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অজুহাতে এই স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছে।তিনি জানান, স্কুলের খাবার পানির জন্য ব্যবহৃত একটি কুয়াও গুঁড়িয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন:

সৌদি-আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

 

ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের কাছ থেকে ফিলিস্তিনিরা অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে বিশেষ করে পূর্ব জেরুসালেমে খুব কমই নতুন স্থাপনা তৈরির অনুমতি পান। স্থাপনা তৈরির অনুমতির জন্য ইসরাইলি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ অর্থ নির্ধারণ করে, যা বেশিরভাগ লোকের পক্ষেই পরিশোধ করা সম্ভব হয় না। এই প্রক্রিয়া ইসরাইলের জন্য ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে আরো ভূমি দখলের সুযোগ করে দিচ্ছে। নিজেদের স্থাপনার অবকাঠামোর উন্নতিতে বাধা পাওয়া ফিলিস্তিনিরা এতে নিজ ভূখণ্ডেই অবাঞ্ছিত হয়ে পড়েছেন।

এ দিকে অধিকৃত পূর্ব জেরুসালেমের খামিস আল-জাহালিন ও বির আল-মাশকুব এলাকায় মোট তিনটি গবাদি পশুর খামারের স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক আইনের অধীনে, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমকে অধিকৃত ভূমি হিসেবে বিবেচনা করা হয়। আইন অনুসারে এই ভূখণ্ডের সব ইহুদি বসতি অবৈধ হিসেবে বিবেচিত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০