শিরোনাম:
মহাদেবপুরে মাটি চাপায় দুই নারীর মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ১০:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১০৩৩ বার পড়া হয়েছে
মহাদেবপুরে মাটি চাপায় দুই নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ জেলার মহাদেবপুরে হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে মাটির দেয়ালচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বিকেলে বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে যাইতেছিলে ভাদুরী রানী ও মিথি রানী। পথে সুশীল সাধুর বাড়ির মাটির দেয়াল ধসে তাঁদের ওপর পড়ে। এতে তাঁরা মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মিথি রানী (৬৫) এর মৃত্যু হয় এবং উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাদুরী রানী (৬২) এর মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। যার কারণর মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।