মাটিরাঙ্গায় যুব রেড ক্রিসেন্টের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় যুব রেড ক্রিসেন্টে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ মে/২৫) সকাল ১০ টার দিকে যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিট এর কার্যলয়ে এ উপস্থিত বক্তৃতা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস/২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি ইউনিট এর দায়িত্বরত যুব সদস্য/আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান হাসিবুর রহমান হাসিব এর সঞ্চালিত প্রতিযোগীতায় সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দলের নবাগত যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিট এর সাবেক যুব প্রধান কমল কৃষ্ণ দে, সাবেক দলনেতা-২ শরিফ উদ্দিন, সাবেক সেবা স্বাস্থ্য বিভাগীয় প্রধান মোঃ আবু হানিফ, ও সাবেক বন্ধুত্ব বিভাগীয় প্রধান মোঃ মামুনুর রশিদ মামুন প্রমূখ।
প্রতিযোগিতা শেষে যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিট এর উপ-দলনেতা ২ জাহানারা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।