মাদকের টাকার জন্য’ হত্যা, দুই আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৪২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়ময়মনসিংহে রুবেল হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। মাদক বিক্রির টাকার লেনদেন নিয়ে দুপক্ষের মাঝে ঝগড়ায় রুবেল কে হত্যা করা হয়েছে বলে ঘটনা সুত্রে জানা গেছে।
গত ৩রা মার্চ সন্ধ্যা ১৮.৪৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন চর জেলখানা বেড়ীবাধে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরে পারিচয় পাওয়া যায় লাশটি মুক্তাগাছা উপজেলার কাঠবওলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে-দিদারুল ইসলাম রুবেল (৩০) এর লাশ এটি।
[irp]
এই ঘটনায় ৪রা মার্চ-২১ ইং তারিখ নিহত রুবেল এর বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করেন ( কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫,ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) । পরবর্তীতে মামলার রহস্য উদঘাটনের জন্য মামলাটি ১৩ ই মার্চ জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করা হলে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ওসি ডিবি শাহ কামাল আকন্দ তার সহযোগী এসআই(নিঃ) অজয় কুমার চক্রবর্তীকে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। দীর্ঘ তদন্ত শেষে রুবেল হত্যার রহস্য উদঘাটন করেন জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল হয়। জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল আকন্দ জানান-তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত হয়, ঘটনায় জড়িত ০২ জন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। উভয়ই হত্যা কান্ডের সাথে জড়িত মর্মে ঘটনায় বর্ননা করে ধৃত আসামীরা স্বীকার করে যে রুবেলের নিকট মাদক বিক্রির টাকা পাওনা মর্মে বাক বিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে লাশ বেড়ীবাধে ফেলে চলে যায় হত্যাকারীরা। আসামী মোঃ সুমন মিয়াকে ভালুকা থানাধীন ড্রাইভারপাড়া এলাকা থেকে ২২শে এপ্রিল তারিখ রাত ১৭.৪৫ ঘটিকার সময় এবং মোঃ খোকন ওরফে খোকা কে একই তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চরভবানীপুর কোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামীদের ২৩ শে এপ্রিল ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম ০১ নং আমলী বিচারীক আদালতে সোর্পদ করা হলে, উক্ত আসামীগণ হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল আকন্দ।
















