শিরোনাম:
মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত-২, আহত-১
Astha DESK
- আপডেট সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ১০৫৬ বার পড়া হয়েছে
মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত-২, আহত-১
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার মুরাদনগরের পালাসুতা গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। আজ শুক্রবার ১৩ জানুয়ারী) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে মোঃ নুরু মিয়া ও পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে ইসমাইল হোসেন।
দারোরা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, শুক্রবার ভোর রাতে ৩ জনকে ‘ডাকাত’ সন্দেহে স্থানীয়রা পিটুনি দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার হতাহতের খবর নিশ্চিত করে বলেন, নিহত ২ জনের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে। আহত একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।










