DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মেধাবী’ বিদেশিদের নাগরিকত্ব দেবে আরব আমিরাত

DoinikAstha
জানুয়ারি ৩১, ২০২১ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে যারা উপসাগরীয় অঞ্চলের মান উন্নয়নে কাজ করবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিবিসি’র প্রতিবেদনে জানায়।

রোববার (৩১ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শনিবার (৩০ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এ ঘোষণা দেন। কোন শ্রেণি বা পেশার বিদেশিরা নাগরিকত্বের জন্য যোগ্য বিবেচিত হবেন এ বিষয়েও বিস্তারিত জানান।

শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেন, “নতুন এ সংশোধনীর মাধ্যমে বিনিয়োগকারী, মেধাবী,  বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পীরা নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এই সুযোগ পাবেন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “যারা আমার দেশের উন্নয়নের অবদান রাখতে পারবে সেসব মানুষকে আকৃষ্ট করাই আমাদের লক্ষ্য। এক্ষেত্রে কাউকে আবেদন করতে হবে না। সংযুক্ত আরব আমিরাতের রাজ কর্মকর্তারা মনোনীত করবেন কাদের নাগরিকত্ব দেওয়া হবে।“

তবে যারা আরব আমিরাতের পাসপোর্ট গ্রহণ করবে তারা নিজ দেশের নাগরিকত্বও বজায় রাখতে পারবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।

মূলত দেশটিতে অবস্থানরত মেধাবী বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যেই নাগরিকত্ব আইনের সংশোধন করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ মানুষের সংখ্যা বেড়ে গেলে তা আমিরাতের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করছে দেশটি।

করোনা মহামারির এই সময়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশই বিদেশি শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করছে। কিন্তু ঠিক তখনই ভিন্ন পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এর আগে ২০১৯ সালে শেখ মোহাম্মদ গোল্ডেন কার্ড ভিসা পদ্ধতি চালু করেন। যার মাধ্যমে চিকিৎসক, বিজ্ঞানী এবং মেধাবী শিক্ষার্থীসহ অন্যান্য কয়েকটি পেশাদারদের পরিবারসহ ১০ বছর থাকার সুযোগ দেয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০