DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মোহনপুরে পিজি সদস‌্যদের মাঝে পোল্ট্রি খাদ‌্য ও উপকরণ বিতরন

Astha Desk
জুন ১৩, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোহনপুরে পিজি সদস‌্যদের মাঝে পোল্ট্রি খাদ‌্য ও উপকরণ বিতরন

মেহেরপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)” এর আওতায় আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টায় ৮৮ জন পিজি সদস্যদের মাঝে পোল্ট্রি খাদ‌্য ও উপকরণ বিতরণ করা হয়েছে।

পিজি খামারী ৮৮ জন মহিলা সদস‍্যদের মধ‍্যে ৫৮ জনকে ৫০ কেজি করে পোল্ট্রি ফিড এবং ৩০ জনের মাঝে ১টি করে খাদ‌্যের পাত্র ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়েছে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনের সাংসদ মোঃ আসাদুজ্জামান আসাদ।

এ সময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহমেদ, সিনিয়র মৎস্য অফিসার মোঃ অহেদুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আব্দুল মান্নান, যুব উন্নয়ন অফিসার মোঃ সঈদ আলী রেজা, সমাজজসেবা অফিসার ইমাম হাসান শামীম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার মোঃ হুমায়ন কবির সবুজ প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।