অটো প্রমোশন নয়, স্ব-স্ব বিদ্যালয়ের মূল্যায়নের মাধ্যমে অষ্টম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা বোর্ডের সম্মেলন কক্ষে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৈঠকে বসেন। বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বৈঠকের সভাপতিত্ব করেন।
আরও পড়ুন : স্কুল খোলা নিয়ে সর্বশেষ যা জানালেন শিক্ষা বোর্ড
অধ্যাপক জিয়াউল হক বলেন, মূল্যায়নের ক্ষেত্রে ১৫ মার্চ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেয়া হবে। এছাড়া ক্লাসের শিক্ষকরা তো জানেন, কোন ছাত্র ভালো এবং কারা সিলেবাস শেষ করেছে।
তিনি বলেন, অটো প্রমোশন বলতে আসলে কিছু নেই। সবকিছু মূল্যায়নের মাধ্যমেই হবে। জেএসসি পরীক্ষা বাতিল করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে তাদের মূল্যায়ন করবে।
এ প্রক্রিয়া সঠিকভাবে করার জন্য গাইডলাইন তৈরি করে দেয়া হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, সে অনুযায়ীই তারা কাজ করবেন।