রংপুরে গাঁজা উদ্ধার ইউপি সদস্যসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১০৯৭ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর: রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার পালিচড়ায় গাঁজাসহ মহাসিন আলী (৪০) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ফুল বাবু (২৩) নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।
রোববার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে গ্রেফতার ইউপি সদস্য ও যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ এপ্রিল) রাতে সদ্যপুষ্করিণী ইউনিয়নের পালিচড়া বড়ভিটা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মহাসিন আলী ওই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে এবং সদ্যপুষ্করিণী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়া ফুল বাবু একই ইউনিয়নের পালিচড়া বড়ভিটা গ্রামের মৃত আব্দুর মজিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদ্যপুষ্করিণী ইউনিয়ন বিট পুলিশের এসআই জাহাঙ্গীর আলম। তিনি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গাঁজাসহ ইউপি সদস্য ও এক যুবককে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।



















