রংপুরে গাঁজা গাছসহ আটক-১
- আপডেট সময় : ০৮:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১২৭২ বার পড়া হয়েছে
রংপুরে গাঁজা গাছসহ আটক-১
রিয়াজুল হক সাগর/রংপুরঃ
রংপুরের পীরগাছায় পৃথক দুটি অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোহাম্মদ হারুন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত বৃদ্ধ ওই এলাকার মৃত আসর আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে এসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে রৌদ্রে শুকাতে দেওয়া ২ কেজি গাঁজার পাতাসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খামার ইটাকুমারী এলাকার শাহ আলীর পুকুরপাড়ে কলাবাগানের ভেতর বিশেষভাবে রোপণ করা ৩০টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। তবে অভিযানকালে শাহ আলী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গাছগুলোর ওজন প্রায় ১০ কেজি।
পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, পৃথক দুটি অভিযানে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।