রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে আটকা পড়ে এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ২১নং ওয়ার্ডের টার্মিনাল রোডস্থ করণজাই ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে। অজ্ঞাত ওই যুবক দেড় ঘন্টারও বেশি সময় ধরে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে আটকা পড়ে ঝুলন্ত অবস্থায় ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় বিকট শব্দ হলে মুসল্লিরা বেড়িয়ে দেখেন বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের তারে এক যুবক আটকে রয়েছে। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা যুবককে উদ্ধার করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই মজনু মিয়া বলেন, ওই যুবকের কোন ঠিকানা পাওয়া যায়নি। তার স্বজনদের খোঁজা হচ্ছে। বর্তমানে লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।