DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্থ্যদের আর্থিক সহায়তা

Astha Desk
মে ২৩, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্থ্যদের আর্থিক সহায়তা

মো: এ কে নোমান/নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্থ্য ৪দোকানীকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আবাদপুকুর বাজারের কাচুঁর মোড়ে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগুনে ক্ষতিগ্রস্থ্য ৪জনকে ৫হাজার টাকা করে ২০হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

এসময় রাণীনগর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস,উপজেলা জামায়াতের সেক্রেটারী শামিনুর ইসলাম,কর্ম পরিষদের সদস্য হাফেজ মো: আব্দুল কাহার ও কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির রুকুনুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সোনা করাত কল, মুদি দোকান, হোমিও ওষুধের চেম্বার, সেলুনসহ ৫/৬টি দোকান ভস্মিভূত হয়। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে উপজেলা জামায়াতের নেতত্বে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে দোকানদার নজরুল ইসলাম, আব্দুর রশিদ, আক্তার হোসেন ও শ্রী দয়াল চন্দ্রকে ৫হাজার টাকা করে ২০হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮