DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারত-পাকিস্তানও

DoinikAstha
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ৪:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের তাজিকিস্তানে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে ভারতের দিল্লিও। তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এনডিটিভি এ তথ্য জানায়।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় ফেডারেল রাজধানী এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি শহরে ও দেশের উত্তরাঞ্চলগুলোতে। ভারতের বিভিন্ন শহরেও এই কম্পন অনুভূত হয়েছে।

তাজিকিস্তানে ৮০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং পাঞ্জাবের অন্যান্য অঞ্চলে, মালাকান্দ ও হাজারা বিভাগ সহ খাইবার পাখতুনখুয়ার বেশ কয়েকটি অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোন নির্দিষ্ট তথ্য দেয় নি দেশটির সরকার।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার দেশটির স্বাস্থ্য ও উদ্ধার পরিসেবাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন অঞ্চলের পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করারও নির্দেশ দিয়েছেন।

এদিকে ভারতের দিল্লি ও আশপাশের এলাকায়ও শক্তিশালী কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এনডিটিভি জানায়, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটে নি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেন, “দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।“

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০