ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাপলাচত্বরের চে‌য়ে ভয়াবহ প‌রিণ‌তি হ‌বে বিএন‌পির-কা‌দের

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ১০২৮ বার পড়া হয়েছে

শাপলাচত্বরের চে‌য়ে ভয়াবহ প‌রিণ‌তি হ‌বে বিএন‌পির-কা‌দের

স্টাফ রিপোর্টারঃ

বিএন‌পি ঢাকা অবরুদ্ধ কর‌তে আস‌লে তারাই অবরুদ্ধ হ‌য়ে যা‌বে। শাপলাচত্বরের চে‌য়ে ভয়াবহ প‌রিণ‌তি হ‌বে বিএন‌পির। আমরাও প্রস্তুত আছি। এখন‌তো (বিএনপি) পা‌লি‌য়ে ঢাকায় ডুক‌তে পার‌ছেন। আগামী‌তে পা‌লি‌য়ে যাওয়ার সু‌যোগও পা‌বেনা।

আজ সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বিএনপি-জামাতের হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত সমা‌বেশে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সাধারণ সম্পাদক যুবলীগের নেতা‌দের উদ্দে‌শ্যে ব‌লেন, বিএন‌পি ক্ষমতার স্বপ্ন দেখ‌ছে। স্ব‌প্নে ক্ষমতার খোয়াব দেখ‌ছে। তাই তারা ঘোষণা দি‌য়ে‌ছে আগামী ১৮ তা‌রিখ ঢাকা অব‌রোধ কর‌বে। তারা অফিস আদালত ঘেড়া‌ও করতে সারা‌দেশ থেকে লোক এনে জমায়াত কর‌বে। সুতরাং আপনারা প্রস্তুত থাকুন। আমরাও ১৮ তা‌রিখ মা‌ঠে থাকবো।

যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

ডিসেম্বরে সেমি ফাইনালের পর জানুয়ারিতে ফাইনাল খেলা হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না। আর এ খেলায় ফাউল করলেই লাল কার্ড দেওয়া হবে। কারণ আওয়ামী লীগের অ্যাকশন ও যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।

ট্যাগস :

শাপলাচত্বরের চে‌য়ে ভয়াবহ প‌রিণ‌তি হ‌বে বিএন‌পির-কা‌দের

আপডেট সময় : ১০:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

শাপলাচত্বরের চে‌য়ে ভয়াবহ প‌রিণ‌তি হ‌বে বিএন‌পির-কা‌দের

স্টাফ রিপোর্টারঃ

বিএন‌পি ঢাকা অবরুদ্ধ কর‌তে আস‌লে তারাই অবরুদ্ধ হ‌য়ে যা‌বে। শাপলাচত্বরের চে‌য়ে ভয়াবহ প‌রিণ‌তি হ‌বে বিএন‌পির। আমরাও প্রস্তুত আছি। এখন‌তো (বিএনপি) পা‌লি‌য়ে ঢাকায় ডুক‌তে পার‌ছেন। আগামী‌তে পা‌লি‌য়ে যাওয়ার সু‌যোগও পা‌বেনা।

আজ সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বিএনপি-জামাতের হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত সমা‌বেশে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সাধারণ সম্পাদক যুবলীগের নেতা‌দের উদ্দে‌শ্যে ব‌লেন, বিএন‌পি ক্ষমতার স্বপ্ন দেখ‌ছে। স্ব‌প্নে ক্ষমতার খোয়াব দেখ‌ছে। তাই তারা ঘোষণা দি‌য়ে‌ছে আগামী ১৮ তা‌রিখ ঢাকা অব‌রোধ কর‌বে। তারা অফিস আদালত ঘেড়া‌ও করতে সারা‌দেশ থেকে লোক এনে জমায়াত কর‌বে। সুতরাং আপনারা প্রস্তুত থাকুন। আমরাও ১৮ তা‌রিখ মা‌ঠে থাকবো।

যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

ডিসেম্বরে সেমি ফাইনালের পর জানুয়ারিতে ফাইনাল খেলা হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না। আর এ খেলায় ফাউল করলেই লাল কার্ড দেওয়া হবে। কারণ আওয়ামী লীগের অ্যাকশন ও যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।