DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৭ই মে ২০২৫
ঢাকাবুধবার ৭ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শার্শায় সাপের কামড়ে ছাত্রীর মৃত‍্যু

Astha Desk
জুন ২০, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় সাপের কামড়ে ছাত্রীর মৃত‍্যু

 

যশোর প্রতিনিধিঃ

যশোরের শার্শায় সাপের কামড়ে শাহারা (১১) নামের পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর মৃত‍্যু হয়েছে। গতকাল সোমবার (১৯ জুন) দিবাগত রাতে এদূর্ঘটনা ঘটে।

নিহত শাহারা গোড়পাড়া গ্রামের নাসির উদ্দীন (টিপুর) মেয়ে এবং গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

 

সাহারার বাবা নাসির উদ্দীন বলেন, সোমবার দিবাগত রাতে সাহারা ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে হঠাৎ শাহারা তার দাদিকে বলে আমার কিসে কামড়িয়েছে। তখন আমি ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে দেখি ফ্রিজের পাশে একটি সাপ তখন আমরা নিশ্চিত হই সাপে কামড়িয়েছে। সাথে সাথে সাপটি মেরে ফেলি। তারপর দ্রুত কবিরাজ ডেকে আনি এবং কবিরাজ ঝাড়ফুক করেন। তারপরও শাহারার অবস্থার অবনতি হলে কবিরাজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। তারপর ভোর ৫টার দিকে সাহারাকে যশোর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১ সময় শাহারা মৃত‍্যু হয়।

 

নিহত শাহারার বাবা নাসির উদ্দীন পেশায় একজন চাকরিজীবি সেই সুবাদে তিনি ছেলে এবং স্ত্রীকে নিয়ে বেনাপোলে থাকেন। শাহারা তার দাদির কাছে থাকতেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১