DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ৩ কোটি ২০ লাখ টাকার সোনার বার উদ্ধার

DoinikAstha
মার্চ ৪, ২০২১ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের সোনার বার উদ্ধারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম।

বুধবার রাতে সৌদি আরব থেকে আসা ফ্লাইট SV 804 এর যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। পাসপোর্টের তথ্যানুযায়ী, আটক ব্যক্তির নাম আবুল খায়ের। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা।

কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন। তথ্য অনুযায়ী আনুমানিক রাত ১১টায় সৌদি আরব থেকে আসা ফ্লাইট নং SV 804 এর যাত্রীর কাছ থেকে কালো রংয়ের ছোট একটি ব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগ থেকে পাঁচ কেজি ২২০ গ্রাম ওজনের সোনার ৪৫ বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।

এতে আরো বলা হয়, উদ্ধার করা সোনার বার ও আটক যাত্রীর ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে থানায় মামলা করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪