DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২২শে জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ২২শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা উপদেষ্টাকে দুই ঘণ্টার আল্টিমেটাম-দ্যা রেড জুলাই

Astha Desk
জুলাই ২২, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষা উপদেষ্টাকে দুই ঘণ্টার আল্টিমেটাম-দ্যা রেড জুলাই

আস্থা ডেস্কঃ

উত্তরায় বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনার পর আগামীকাল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে দ্যা রেড জুলাই।

আজ সোমবার (২১ জুলাই) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক পোস্টে শিক্ষা উপদেষ্টাকে দুই ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

সংগঠনটির প্রকাশিত পোস্টে বলা হয়,‘শিক্ষা উপদেষ্টা, আপনারে দুই ঘণ্টার আল্টিমেটাম দিলাম। এইচএসসি, মাদ্রাসা, পলিটেকনিকসহ সকল পরীক্ষা স্থগিত করেন। এসির নিচে অফিস কইরা শোক পালনের নাটক কইরেন না। আপনি কিছু হারান নাই। অগণিত শিশু হাসপাতালে কাতরাচ্ছে, লাশের সংখ্যা এখনো পরিষ্কার না। অনেক অভিভাবক, শিক্ষক মারা গেছে। অনেক পরীক্ষার্থীর ভাই-বোন, স্বজন মারা গেছে। আগামীকাল কোনো অবস্থাতেই এইচএসসি পরীক্ষা হতে পারে না। দুই ঘণ্টার আল্টিমেটাম দিলাম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]