DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরের অমানবিক নির্যাতনের স্বীকার মেয়ে জামাতা

মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা প্রতিনিধিঃ
এপ্রিল ২৯, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শ্বশুরের অমানবিক নির্যাতনের স্বীকার মেয়ে জামাতা

মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় শ্বশুরের অমানবিক নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি মেয়ে জামাতা। বুধবার (২৭এপ্রিল) ১নং মেরুং ইউপির চংড়াছড়ি এলাকায় এঘটনা ঘটে।

জানাযায়, মেয়ে জামাতা ফজলুল করিম (২৮) বুধবার তাঁর শ্বশুর মোঃ ছোহরাব হোসেনের অমানবিক নির্যাতনের স্বীকার হয়ে দীঘিনালা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁরা উভয়েই ১নং মেরুং ইউপি’র ৮নং ওয়ার্ড চংড়াছড়ি এলাকার বাসিন্দা।

নির্যাতনের স্বীকার অসুস্থ্য ফজলুল করিম জানায়, আমার শ্বাশুড়ী মারা যাবার পর শ্বশুর মোঃ ছোহরাব হোসেন দ্বিতীয় বিবাহ করে সংসার করছেন। তাঁর প্রথম সংসারে চারজন মেয়ে রয়েছে। আমি তার বড় মেয়ে মোছাঃ মারুফা আক্তারের জামাতা।

 

প্রথম সংসারে বিবাহ উপযুক্ত আরও তিনজন মেয়ে রয়েছে। মেয়ে গুলোকে শ্বশুর দীর্ঘদিন যাবৎ ভরণপোষণ, দেখাশুনা ও খোঁজ খবরও নেন না।

 

সব সময় মারধর করেন, বাসায় জায়গা দেন না, তাছাড়া মেজো মেয়ে জেসমিন আক্তারকে মেরে তাঁর একটি হাত ভেঙে দিয়েছে যার চিকিৎসা খরচও দিচ্ছেন না। দীর্ঘদিন ধরেই এরকম অবিচার ও অমানবিক নির্যাতন করে আসছে আমার শ্বশুর।

 

প্রায় চার বছর ধরে আমি আমার তিন শালিকাকে আশ্রয়, ভরণপোষণ ও লেখাপড়াসহ সকল দ্বায়িত্ব বহন করছি, যে কারনে আমার শ্বশুর আমার উপর ক্ষুব্ধ। গত দেড় বছর আগে আমার নামে একটি মিথ্যা মামলাও করেছে আমার শ্বশুর। এ বিষয়ে সামাজিক ভাবে একাধিকবার সালিশ হলেও আমার শ্বশুর কোনো সালিশি সিদ্ধান্ত মেনে নেননি।

 

কয়েক বছর আগে চংড়াছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় আমার স্ত্রীকে শ্বশুর ঘর তোলার জন্য জায়গা দেয়। বুধবার আমি স্ত্রীসহ জায়গায় ঘর তোলার জন্য কাজ করতে গেলে আমার শ্বশুর তাঁর দ্বিতীয় সংসারের ছেলেদের সাথে নিয়ে আমাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে মারধর করে।

 

আমার মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে দাঁড়াল অস্ত্র ধারা আঘাত করে। একপর্যায়ে পাশে আর্মিক্যাম্প থেকে সেনা সদস্যরা এসে আমাকে তাঁদের জিম্মায় রেখে হাসপাতালে পাঠান। অন্যথায় আমাকে মেরে ফেলা হতো।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

 

এ বিষয়ে ফজলুর করিমের স্ত্রী মারুফা আক্তার (২৫) স্বামীর বক্তব্যকে স্বীকার করে তাঁর বাবার এমন অমানবিক নির্যাতনের কথাও স্বীকার করেন এবং কঠোর আইনি ব্যবস্থা নেয়ারও কথা জানান তিনি।

 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক চংড়াছড়ি এলাকার বাসিন্দা বলেন, মোঃ ছোহরাব তাঁর প্রথম সংসারের চার মেয়ে ও বড় জামাতাকে অমানবিক ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অত্যাচার ও শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করছে। সামাজিক ও উপজেলা পর্যায়েও একাধিক বার সালিশ হলেও ছোহরাব হোসেন সালিশি সিদ্ধান্ত মানতে বারবার অবাধ্য হন।

 

মোঃ ছোহরাব হোসেন তাঁর বিরুদ্ধে জামাতা ও মেয়ের আনিত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬