DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গল সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

Astha Desk
নভেম্বর ২, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গল সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টারঃ

শ্রীমঙ্গল সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দূঘর্টনা ঘটে।

বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল নীল রঙের প্রাইভেট কারটি (ঢাকা মেট্র্রো-গ-১১-২৬৭০)। রাত ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হন।

শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে ভর্তির পর জরুরি বিভাগের চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।

আহতদের শঙ্কটাপন্ন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবাই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭