DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যু্বক নিহত

Astha Desk
এপ্রিল ২৬, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাতকানিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যু্বক নিহত

 

সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইমরান হোসেন রকি (২৪)।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল পাঁচটার সময় সাতকানিয়া বাঁশখালী সড়কের এঁওচিয়া ছনখোলা যাত্রী ছাউনির পূর্বে এঘটনা ঘটে।

 

নিহত ইমরান হোসেন সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম চরপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। আহতের নাম আরিফুল ইসলাম মুন্না (২৫)। মুন্না একই এলাকার আব্দুল মন্নানের ছেলে।

 

মোটরসাইকেল নিয়ে কয়েকজন বন্ধু মিলে পার্শ্ববর্তী উপজেলা বাঁশখালীর বিভিন্ন স্পটে বেড়াতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে মোটরসাইকেলের ব্রেকেই কাল হয়ে দাঁড়ালো। মাঝপথেই নিভে গেল প্রাণ। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল পাঁচটার সময় সাতকানিয়া বাঁশখালী সড়কের এঁওচিয়া ছনখোলা যাত্রী ছাউনির পূর্বে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ইমরান হোসেন রকি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।

 

তারা সাতকানিয়া-বাঁশখালী সড়কের ছনখোলা যাত্রী ছাউনী এলাকায় পৌঁছালে সামনে আরেকটি মোটরসাইকেল চলে আসায় ইমরান হোসেনের মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক করতে হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইমরান হোসেন ও আরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যান। এ সময় মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরিফুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল হতে ছিটকে পড়ে এক আরোহী নিহত হয়। মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০