DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাভারে চাঁদার টাকা না পাওয়াতে মৎস্য খামারিকে হত্যারচেষ্টা

DoinikAstha
মার্চ ১৮, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ

বৃহস্পতিবার ১৮ মার্চ দুপুরে পর আশুলিয়ার নলামের দেওয়ানটেক এলাকায় মৎস্য খামারিকে চাঁদার টাকা না দেওয়াতে হত্যার চেষ্টা করে এমনি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে সেলিম মিয়াকে সন্ত্রাসীরা। আহত সেলিমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

সেলিম নলামের দেওয়ানটেক এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি দেওয়ানটেক এলাকার মিন্টু মিয়ার ১০ বিঘা জমি ভাড়া নিয়ে মাছের চাষ করে।আবুল হোসেন বলেন , সকাল থেকে সেলিম তার মাছের খামারে কাজ করছে। সেলিম আমাকে বলেন, খামারে একটা ঘর বানাতে হবে।

পরে তিনি চাটাইয়ের মাপ নিচ্ছে। এ সময় মামুন ও তার সহযোগী শামীম, ইমরান পাপ্পু এসে তার ওপর হামলা করে। তারা অস্ত্র দিয়ে সেলিমকে কুপিয়ে জখম করে।

তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সেলিমকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেয়। সেলিম বলেন, দীর্ঘদিন ধরে মামুন চাঁদার টাকা দাবি করে।

মামুন সুদের ব্যবসা ও চাঁদাবাজি করে বেড়ায়। আমি চাঁদা না দেওয়াতে আমার ওপর তারা হামলা করে। আমার কাছে মাছ বিক্রির লাখ খানেক টাকা ছিল, তারা ছিনিয়ে নিয়ে যায়।

আশুলিয়া থানার পরিদর্শক আব্দুর রাশিদ বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ করেনী অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১