লেখক:
জান্নাতুল ফেরদৌস ডলি
সে তো তোমারি জন্যে হে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শুনেছি আমার বাবার মুখে জাতির জনক বঙ্গবন্ধুর কথা,
এত ত্যাগ তাঁর দেশের জন্য সয়েছেন অজস্র ব্যথা। নিজের কথা ভাবেননি,ভাবেননি কোথায় পরিবার,
যত সময় পেয়েছেন, ভাবতেন দেশের কথাই বারবার।
তাই আমার স্লোগান, বঙ্গবন্ধুই জাতির পিতা, বঙ্গবন্ধুই মাতা।
অসমাপ্ত গল্প দিয়ে কাটলো তাহার জীবন,
নিজে শেষ হয়েও দেশের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কাছে রেখে গেলেন এমন একজন,
সে আমাদের চিন্তা-চেতনা, সে আমাদের ভাবনা,
সে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা।
তাহার তরে মন ভরে লিখতে চাই অনেক কবিতা
যে কবিতা শেষ হবে না, থাকে যদিও লক্ষ পাতা।
তাই আমার স্লোগান, বঙ্গবন্ধুই জাতির পিতা, বঙ্গবন্ধুই মাতা।
তিনি ছিলেন গরিবের বন্ধু, প্রতিবাদী কন্ঠ, ছিলেন আদর্শবান,
যার বাণীর সুত্র ধরে জাতি পেল বিশ্বের কাছে স্বাধীন স্থান।
আজও সাহস জোগায় মনে, অমর হয়ে থাকবে সেই স্লোগান,
” এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। “