DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সালথা প্রেসক্লাবে সভাপতি সেলিম, সম্পাদক নাহিদ

Astha Desk
সেপ্টেম্বর ২, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সালথা প্রেসক্লাবে সভাপতি সেলিম, সম্পাদক নাহিদ

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাঙালি সময়ের সম্পাদক মো. সেলিম মোল্লা। দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চলর ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার ফলাফল ঘোষণা করেন।

সভাপতি সেলিম মোল্লা ১৬ ভোট পেয়ে বিজয়ী এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আবু নাসের হুসাইনের প্রাপ্ত ভোট ১৩।

সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম নাহিদ ভোট পেয়েছেন ১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান আজিজ পেয়েছেন ১২ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ মনির মোল্লা, দৈনিক ইনকিলাব ও বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি হারুন-অর-রশীদ ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক নওরোজ পত্রিকা প্রতিনিধি জাকির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ পারভেজ মিয়া বিজয়ী হন।

অর্থ-সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মারুফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার প্রতিনিধি লাভলু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার প্রতিনিধি মোঃ মোশারেফ হোসেন।

আরো পড়ুন :  কাতার সফর শেষে ফিরেছেন সেনা প্রধান

সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক সালমান মুন্সীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮