আন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমারের তৃতীয় সপ্তাহের সেনাশাসন বিরোধী আন্দোলনে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে হতাহতের খবর নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ নিয়ে মিয়ানমারের বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার জনে।
এদিন মন দিবসের র্যালিতে যোগ দেয়া আদিবাসীরাও সেনা শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে। এই বিক্ষোভে আন্দোলনকারীদের ধাওয়া করে দাঙ্গা পুলিশ। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে তিন সাংবাদিককে আটক করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। পুলিশের বিরুদ্ধে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহারের অভিযোগ করেছে বিক্ষোভকারীরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।