DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে আটকে পড়া নারীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

DoinikAstha
মার্চ ২২, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ষ্টাফ রিপোর্টার: মানব পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে পরিবারের স্বচ্ছলতা ফিরে আসবে এমন স্বপ্ন নিয়ে কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকা থেকে সৌদি আরব গিয়ে আটকে পড়া নারী ও যুবতী কর্মীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ এবং মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তজনপদ চারাগাঁও এলাকায় সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয় সোমবার বিকেলে।
মানবিক ফাউন্ডেশনের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন কালে এক সমাবেশে বক্তারা বলেন, দেশি বিদেশি আন্ত:র্জাতিক মানব পাচারকারী চক্রের সাথে যোগসাজস করে সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন এলাকায় গত কয়েকবছর ধওে গড়ে উঠেছে কয়েকটি মানব পাচারকারী চক্র। চক্রের সদস্যরা প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের নারীদের টার্গেট করে বিদেশে মোটা বেতনে চাকুরির লোভ দেখিয়ে ফুসলিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কয়েক শতাধিক নারী ও যুবতীদের পাচার করেছে।
বিভিন্ন গণমাধ্যমের উদৃতি দিয়ে বক্তারা আরো বলেন, পরে জেনেছি বা ভোক্তভোগী পরবারগুলোর মাধ্যমে জানতে পেরেছি সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে যাওয়া নারী ও যুবতীগণ সেখানকার স্থানীয়দের দ্বারা দিনের পর দিন , মানের পর মাস নানারকম শারিরীক , মানসিক, যৌন নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
তাহিরপুরের সীমান্ত জনপদের এমনই এক আটকে পড়া নারীকে সৌদি আরব থেকে মানবিক ফাউন্ডেশন দেশে ফিরিয়ে এসে সম্প্রতি তার পরিবারের নিকট ফিরিয়ে দিয়েছে।
তাহিরপুর সহ সারাদেশ হতে যেসব নারী ও যুবতী কর্মী ষৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে রয়েছেন তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এসে চিকিৎসাসেবা দিয়ে সূস্থ্য কওে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হোক একই সাথে সারাদেশে গড়ে উঠা আন্ত:র্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের স্বপ্রণোদিত হয়ে আইনশৃখলা বাহিনী গ্রেফতারপূর্বক আইনি হেফাজতে নিয়ে রাষ্ট্রের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন বক্তারা সরকারের নিকট।
বিভিণœ শ্রেণিপেশার মানুষজনের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, মানববিক ফাইন্ডেশনের সংগঠক মোস্তফা কামাল, জয়নাল আবেদীন ইদ্রস আলী ফকির, সুলতান আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য মিনারা বেগম, ওয়ার্ড ইউপি সদস্য রাশেদ কবির প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ৩:৪৯
  • ৫:২৯
  • ৬:৪৮
  • ৬:৪২