DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপ গ্রাহকরা ফেইসবুকের সঙ্গে ‘ডেটা শেয়ারে বাধ্য’

DoinikAstha
জানুয়ারি ৮, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তি ডেস্ক:হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এখন থেকে তাদের তথ্য ফেইসবুকের সঙ্গে শেয়ারে রাজি হতে হবে। ফেইসবুকের অধীনস্থ এই চ্যাটিং সেবাটি নতুন এক আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদেরকে এই সম্মতি দিতে বাধ্য করছে।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, এনক্রিপটেড মেসেজিং সেবাদাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পপ-আপ বার্তা দিয়ে সতর্ক করে জানায়, ‘হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে এই আপডেটগুলো মেনে নিতেই হবে’।

ফেইসবুক বলেছে, ইউরোপ আর যুক্তরাজ্যের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই পরিবর্তন দেখতে পাবে না। তবে, তাদেরকেও এই নতুন শর্ত মেনে নিতে হবে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে এবার ম্যাসেজিং অ্যাপটির নতুন শর্তাবলি অবশ্যই মানতে হবে ইউজারদের গ্রাহকদের। নয়তো বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট।

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির অধীনস্থ এই চ্যাটিং প্ল্যাটফর্মের এমন নীতিতে বিরক্ত হয়েছেন অনলাইন জগতের অনেকেই।

টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক এই পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে ব্যবহারকারীদের সিগনাল ও টেলিগ্রামের মতো গোপনীয়তায় জোর দেওয়া মেসেজিং সেবায় চলে যেতে আহ্বান জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬