আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশটির বিভিন্ন অঞ্চলে ১০টি মসজিদ বন্ধ করে দিয়েছে। এসব মসজিদের স্টাফ এবং নামাজিরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর সৌদি গেজেটের।
এছাড়া আল-দালাম গভর্নোরেটের মস্ক, কল অ্যান্ড গাইডেন্স ডিপার্টমেন্টও বন্ধ করে দেয়া হয়েছে। ওই ডিপার্টমেন্টের পরিচালক এবং ছয়জন কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দিনে রিয়াদ অঞ্চলের পাঁচটি মসজিদ বন্ধ করে দিয়েছে তারা। এর মধ্যে তিনটি মসজিদ হোরাইমিলাহ গভর্নোরেটে অবস্থিত। অপর দুটি মসজিদ আল-আফলাজ এবং আল-দালামে অবস্থিত।
বন্ধ হওয়া বাকি পাঁচটি মসজিদের মধ্যে তিনটি উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চলে অবস্থিত। এছাড়া আল-বাহা অঞ্চলের আল-মান্দাক গভর্নোরেট এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে একটি করে মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে।
এখন বন্ধ হয়ে যাওয়া এসব মসজিদকে জীবাণুমুক্ত করা হবে। এজন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। জীবাণুমুক্ত করা শেষে নামাজ পড়ার পরিবেশ তৈরি হলে মসজিদ পুনরায় খুলে দেয়া হবে। এদিকে কোনও মসজিদের ইমাম বা মুয়াজ্জিন করোনায় আক্রান্ত হলে বিকল্প ইমাম বা মুয়াজ্জিন তাদের দায়িত্ব পালন করবেন।