DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

৫০ বছর বয়সি বাবাকে বিয়ে করেছে ২৪-এর কন্যা!

Astha Desk
ডিসেম্বর ৩, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

৫০ বছর বয়সি বাবাকে বিয়ে করেছে ২৪-এর কন্যা!

আন্তর্জাতিক ডেস্কঃ

৫০ বছর বয়সি বাবাকে বিয়ে করেছেন ২৪ বছরের মেয়ে! বাবার সঙ্গে নববধূর বেশে ভিডিও করে সেটা সমাজমাধ্যমে পোস্ট করেছেন নিজেই। সেই ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নেটাজেনরা। তবে মেয়ে আগেই জানিয়ে দিয়েছেন, বাবাকে বিয়ে করায় তিনি লজ্জিত নন। বরং পছন্দের মানুষকে বিয়ে করতে পেরে খুবই খুশি। সূত্র-আনন্দবাজার পত্রিকা।

বাবা-মেয়ের বিয়ে করার ভিডিওটি সম্প্রতি তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করেছেন সমাজবাদী পার্টির নেতা জয় সিংহ যাদব। ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন পাঁচ লক্ষের বেশি মানুষ। ভিডিওটিতে কমেন্টের ছড়াছড়ি। বেশির ভাগ নেটিজেনরা বলছেন, বাবা-মেয়ের সম্পর্ককে অপমান করার দায়ে গ্রেফতার করা উচিত মহিলাকে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পরনে লাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র, কপালে সিঁদুর পরে এক মধ্যবয়স্কের পাশে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী (ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

 

তাঁকে বলতে শোনা যায়, ইনি আমার বাবা। তবে এখন থেকে পৃথিবীকে বলতে চাই যে আমরা বিবাহিত। পাশে দাঁড়ানো লোকটিও ওই সম্পর্কে সিলমোহর দিয়ে বলেন, হ্যাঁ, ও আমার নিজের মেয়ে। তাতে (বিয়েতে) সমস্যাটা কোথায়?

 

তরুণী জানান, অনেকে অনেক কথা বলতে পারেন, সমালোচনা করতে পারেন। তবে এতে লজ্জার কিছু দেখছেন না তিনি। আধুনিক যুগ। সভ্যতা এগিয়েছে। তাই বাবা-মেয়ের বিয়েও সহজ ভাবে নেওয়া উচিত।

 

তরুণীর কথায়, কোন যুগে আমরা বাস করছি? লজ্জার কী আছে? তিনি এ-ও বলেন, অনেক দিন ধরে বাবাকে ভালবাসি আমি। অনেক দিন ধরে ওকে পছন্দ করতাম। সম্প্রতি দু’জনেই ঠিক করলাম আমরা স্বামী-স্ত্রী হব।

 

বহু নেটাগরিক অবশ্য ভিডিওটি ভুয়ো বলে দাবি করছেন। তাঁদের মতে, সমাজমাধ্যমে প্রচার পেতে বাবাকে বর হিসাবে পরিচয় দিচ্ছেন তরুণী। এ ভাবে নিজেদের যেমন ছোট করছেন, তেমনই বাবা-মেয়ের সম্পর্ককে কলুষিত করছেন। কেউ কেউ জানিয়েছেন, ভিডিওটি পুরনো। তবে সমাজবাদী পার্টির নেতা ভিডিওটি ‘শেয়ার’ করার পর নতুন করে ভাইরাল হতে শুরু করেছে। গতকাল ০২ ডিসেম্বর/২০২৪ খ্রিঃ ৯.১৪ মিনিটে রিপোর্টটি আপলোড করে আনন্দবাজার পত্রিকা (অনলাইন ডেস্ক)। সূত্র-আনন্দবাজার পত্রিকা (অনলাইন ডেস্ক)।

আরো পড়ুন :  পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত-১

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৪১