ঝালকাঠি প্রতিনিধিঃ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঝালকাঠির নলছিটি উপজেলার ১৪৩ নং আমরা কুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের অনিময় দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করছে সকল শ্রেণী পেশার মানুষ। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা পারভীন এর স্বামী নলছিটি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন হাওলাদার এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
স্বামী ও স্ত্রীর ক্ষমতার দাপটের কারনে তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কখনই সাহস পায়নি মানুষ। সরকার পতনের পর মানুষ প্রকাশ্যে মুখ খুললেও এখনও বহাল তবিয়তে রয়েছেন এই শিক্ষিকা। বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানটিতে (নাম) প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে আসলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা পারভীন ও তার স্বামীর ক্ষমতার বলে বেশিদিন টিকতে পারে না। তার অসৎ আচরণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সংখ্যা কমে গেছে। প্রতিটি শ্রেণীতে মাত্র পাঁচ থেকে ছয় জন শিক্ষার্থী রয়েছে। স্থানীয় অভিভাবকদের অভিযোগ এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামী আওয়ামী লীগ নেতা ক্ষমতার বলে শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাচ্ছে। এই শিক্ষিকা নিয়মিত স্কুলে না আসা, শিক্ষার্থী অভিভাবকের সাথে অসৎ আচরণ, সহকর্মী শিক্ষকদের সাথে খারাপ আচরণ যেমন নিত্যনৈমিত্তিক ব্যাপার তেমনি স্কুলের সরকারি বরাদ্ধের মালামাল নিজের বাসায় নিয়ে যাওয়া, কাজ না করে স্লিপ ও ক্ষুদ্র মেরামত সহ উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ রয়েছে বিগত সরকারে আমলে সরকারি বরাদ্ধকৃত টাকা আত্মসাৎ করে গড়ে তুলেছেন দুটি বহুতল ভবন। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দ্বারা ব্যক্তিগত কাজ করিয়ে থাকেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে মাত্র ২৫ থেকে ৩০ জন।
এই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিলে বিদ্যালয়ে আবারো সুন্দর পরিবেশ ফিরে আসবে আশা স্থানীয়সহ অভিভাবকদের।
এমকে/আস্থা