DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২০শে মার্চ ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২০শে মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আজ বসছে না হাইকোর্ট

News Editor
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন অ্যাডভোকেট মাহবুবে আলম। তার প্রতি সম্মান জানিয়ে আজ বসছে না সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম।

বেইলি রোডের বাসায় অ্যাটর্নি জেনারেলের মরদেহ

জ্বর ও গলাব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

গত ১৯ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

আজ অ্যাটর্নি জেনারেলের মরদেহ সুপ্রিম কোর্টে নেয়া হবে। বেলা ১১টায় সেখানে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১২:১০
  • ৪:২৭
  • ৬:১৩
  • ৭:২৬
  • ৬:০৩