বিশেষ প্রতিবেদক : এ যেন প্রতারক চক্রের মুলুক সেটাও আবার মোবাইল অপারেটর কোম্পানি গুলোর অবহেলায় সম্প্রতি প্রতারক চক্র bKash, Nagot , Rocket, BTRC , 16247 ইত্যাদি নকল করে এস-এম-এস ও কল করে প্রতারিত করছে নিরিহ অসহয় মানুষের এবং সততার পরিচয় দিতে গিয়ে বিকাশ প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছে অনেকে ।
এবার বাদ পড়েনি প্রতিবন্ধী এর ভাতাও —
একজন ভুক্তভুগি জনান গত ৫ মে তাঁর নম্বর একটি এস-এম-এস আছে হুবুহু bKash খেকে —
এস-এম-এস এর বিস্তারিত–
প্রতিবন্ধীভাতা বাবদ আপনার হিসাবে ২২৬৫,৭৫ টাকা জমা হয়েছে-সমাজসেবা অধিদফতর – ( এখানে লক্ষ করুন বানান ভুল )
এর পর কল আসে 16247 বিকাশ হেল্প লাইন থেকে এই টাকা পেতে হলে তাঁর কিছু করতে হবে !
প্রতারক চাইতেছে তাঁর পিন নম্বর এই পিন নম্বর দিলে এই টাকা যোগ হবে মূল একাউন্টে ।
তিনি বিষয় টি বুঝতে পেড়ে লাইন কেটে তাঁর পিন নম্বরটি বদল করে ফেলে ।
***একজন আইটি বিশেষজ্ঞ, জানান এই ভুয়া এস-এম-এস ও কল গুলো মূলোতো কোন একটি রাউট খেকে আসে অপারেটর কোম্পানি গুলোর ফায়ারওয়াল থাকার কথা যে গুলো অনিবন্ধিত রাউট
সে গুলো কে সাথে সাথে বুলাক করা কিন্তু এখানে মোবাইল অপারেটর কোম্পানি গুলো ব্যর্থ না অন্য কিছু ।
—————–
*** কিছু দিন আগে বিকাশ প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের এক ছাত্রী প্রতারণার ফাঁদে পড়ে জননী কসমেটিক্স দোকানের বিকাশের এজেন্ট নাম্বার থেকে চারটি নাম্বারে ৮৮ হাজার টাকা পাঠান ওই ছাত্রী।
*** উপবৃত্তির নামে বিকাশ প্রতারক চক্রের ফাঁদে শিলাসী গ্রামের বাবু ৩৫ হাজার টাকা খুয়ান ।
*** পুরান ঢাকার গেণ্ডারিয়ার ব্যবসায়ী বিল্লাল হোসেন bKash শিরোনামের এক বার্তায় বলা হয়, তার অ্যাকাউন্টে ৬ হাজার টাকা পাঠানো হয়েছে।
কিছুক্ষণ পর একটি নম্বর থেকে ফোন করে বলা হয়, ‘ভুলে আপনার অ্যাকাউন্টে ৬ হাজার টাকা চলে গেছে।’ আকুতি জানিয়ে টাকাটা ফেরত দেওয়ার অনুরোধ করলে তিনি তা ফেরত দেন।
পরে যাচাই করে দেখেন, তার অ্যাকাউন্টে কথিত ৬ হাজার টাকা যোগ হয়নি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি।
সতর্ক খাকতে এই গুলো অনুসরণ করুন—
#-নিজের বিকাশ একাউন্টের পিন নম্বর ও একাউন্ট ব্যালান্স কখনো কাউকে বলবেন না। এমনকী +16247 বা এই ধরনের নম্বর থেকে ফোন করলেও পিন নম্বর কিংবা পিন নম্বরের যোগফলও বলা যাবে না।
# -ফোনে কেউ যদি আপনাকে ভুল করে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায় সন্দেহ হলে একাউন্ট ব্যালান্স চেক করুন।
# -কারো প্ররোচনায় লটারি জেতার মিথা আশায় কোনো লেনদেন করবেন না।
#- ফোনে শুধু কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কারো নির্দেশনায় কোনো নম্বর ডায়াল করবেন না বা টাকা পাঠাবেন না।
#- আপনার ফেসবুকে পরিচিত কেউ ইনবক্সে টাকা ধার চাইলে আগে তাকে সরাসরি ফোন করে নিশ্চিত হয়ে নিন।
** আপনি বা আপনার কাছের কেউ এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হলে যতদ্রুত সম্ভব 16247 কল করে বা ফ্রড ম্যানেজমেন্ট টিমকে [email protected]
ইমেইল করে রিপোর্ট করুন। সবসময় মনে রাখবেন , তাৎক্ষনিক রিপোর্ট আর্থিক ক্ষতি এড়াতে সাহায্য করতে পারে।
***** পরিশেষে একটি কথায় এই অবৈধ এস-এম-এস এর লাই গুলো বন্ধ করতে অতী দ্রুত নাইলে সহজ সরল মানুষের পরতে হবে প্রতারক চক্রের কবলে ।