DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

DoinikAstha
আগস্ট ২৪, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানির ফলে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বন্দরের শ্রমিকদের মাঝে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে অনুমতিপ্রাপ্ত হিলি স্থলবন্দরের রিত্তিক এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠানের চাল বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানির কার্যক্রম শুরু হয়। 

জানা যায়, দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গেল ১২ আগস্ট এমন সিদ্ধান্ত নেবার পর থেকে চাল আমদানি অনুমতি প্রাপ্তির জন্য খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে শুরু করে আমদানিকারকরা। চাল আমদানিতে ৬২ দশমিক ৫ শুল্ক থেকে কমিয়ে করা হয়েছে ২৫ শতাংশে।

এদিকে, চাল আমদানি শুরুর প্রভাবে স্থানীয় বাজারে কমতে শুরু করেছে সবধরনের চালের দাম। ব্যবসায়ীদের বলছেন, বাজারে আমদানিকৃত চালের সরবরাহ বেড়ে গেলে আরও দাম কমে আসবে। অন্যদিকে, চাল আমদানিতে সময়সীমা বেঁধে দেওয়ায় বিপাকে আমদানিকারকরা।

চলতি বছরে প্রথম ধাপে শুধু হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ১ লাখ ৭২ হাজার মেট্রিক চাল, যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ১৫৭ কোটি টাকা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০