রাজশাহীর এক নারীকে ইমোতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন মাদারীপুরের কথিত যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল খান শামীম। এর মধ্যে ব্যবসাসহ নানা প্রলোভনে হাতিয়ে নিয়েছে ১১ লাখ টাকা। এ ঘটনায় রাজশাহীর পবা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। পুলিশ বলছে, আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।
২ মার্চ ভুক্তভোগীর ইমো নম্বরে এসএমএস এর মাধ্যমে শুরু হয় বন্ধুত্ব। পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। ২৪ জুন রাজশাহীতে মেয়ের বাড়িতে এসে মিথ্যে পরিচয়ে বিয়েও করে প্রতারক শামীম। পরদিনই সপ্তাহখানেক পর ফেরার আশ্বাস দিয়ে ব্যবসায়িক জরুরি কাজের কথা বলে ঢাকায় চলে আসে শামীম।
দেবহাটায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
এরই মধ্যে বিয়ের আগে পরে জুন ও জুলাই মাসে আট দফায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দশ লাখ নব্বই হাজার টাকা হাতিয়ে নেন তিনি। ব্যবসাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শামীম টাকা নিয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
পরে ২৩ আগস্ট প্রতারক শামীম ভুক্তভোগী ওই নারীকে নিজ বাড়িতে নেয়ার কথা বলে শ্বশুর বাড়ি আসে। এ সময় ব্যবসায়ীক প্রয়োজন দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তিনি। এতে পরিবারের সন্দেহ হলে থানার মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন তার দেয়া ঠিকানাটি ভুয়া। তবে এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক বানী ইসরাইল বলেন, শামীম মেয়েটিকে বলেছিল সে নাকি যুক্তরাষ্ট্রে থাকত, তারপর ঢাকায় আসছে বিজনেস করার জন্য। তার জন্য তার টাকা দরকার। মেয়েটি সম্পর্ক গড়ে ওঠার জন্য বিভিন্ন সময় শামীমকে টাকা-পয়সা দিত। মামলাটি বর্তমানে তদন্তে আছে। তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গত ৫ সেপ্টেম্বরের পর থেকে ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে প্রতারক শামীম। ১৩ সেপ্টেম্বর বাদী হয়ে রাজশাহীর পবা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী নিজেই।