DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৬শে মার্চ ২০২৫
ঢাকাবুধবার ২৬শে মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন

Astha Desk
জানুয়ারি ২৬, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৬ জানুয়ারী) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাবারাং কল্যাণ সমিতি, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, আনন্দ, রেডক্রিসেন্ট, টিআইবি, বিএনসিসি, বিডি ক্লিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নবায়নযোগ্য জ্বালানির প্রচলন ও জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান।

মানববন্ধনে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য , সনাক সহ-সভাপতি সুই মারমা, সনাক সদস্য মোহাম্মদ জহুরুল আলম, ইয়েস দলনেতা মোঃ আরাফাত হোসেন রিজভী, যুব রেডক্রিসেন্টের সদস্য মোঃ জাহিদুল আলম প্রমূখ।

টিআইবি জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠা ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে তারা সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এছাড়া উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা এবং অংশীজনদের সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমে এ খাতে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রতিবন্ধকতা দূর করা এবং পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ করা সময়ের দাবি। পরিবেশ রক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহার ও জ্বালানি উৎপাদনে নবায়নযোগ্য উৎসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে এই মানববন্ধন খাগড়াছড়ি অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকগন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭