খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৬ জানুয়ারী) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাবারাং কল্যাণ সমিতি, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, আনন্দ, রেডক্রিসেন্ট, টিআইবি, বিএনসিসি, বিডি ক্লিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নবায়নযোগ্য জ্বালানির প্রচলন ও জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধনে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য , সনাক সহ-সভাপতি সুই মারমা, সনাক সদস্য মোহাম্মদ জহুরুল আলম, ইয়েস দলনেতা মোঃ আরাফাত হোসেন রিজভী, যুব রেডক্রিসেন্টের সদস্য মোঃ জাহিদুল আলম প্রমূখ।
টিআইবি জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠা ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে তারা সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এছাড়া উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা এবং অংশীজনদের সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমে এ খাতে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রতিবন্ধকতা দূর করা এবং পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ করা সময়ের দাবি। পরিবেশ রক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহার ও জ্বালানি উৎপাদনে নবায়নযোগ্য উৎসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে এই মানববন্ধন খাগড়াছড়ি অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকগন।