DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে এনসিপি’র নেত্রী ও নেতার পাল্টাপাল্টি জিডি

Astha Desk
জুলাই ১৪, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে এনসিপি’র নেত্রী ও নেতার পাল্টাপাল্টি জিডি

স্টাফ রিপোর্টারঃ

নিরাপত্তাহীতায় একে-অপরের বিরুদ্ধ খাগড়াছড়ি সদর থানায় পাল্টা-পাল্টি সাধারণ ডায়েরি করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার ও এনসিপির গুইমারা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. রাসেল শেখ।

প্রসঙ্গত, গত ১২ জুলাই সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অনিময় ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করার পর থেকে নিরাপত্তাহীনতায় খাগড়াছড়ি সদর থানায় জিডি করেছে এনসিপির গুইমারা উপজেলার প্রধান সমন্বয়ক ও জেলার যুগ্ম সমন্বয়ক মো.রাসেল শেখ।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনসিপির নাম ভাঙ্গিয়ে মনজিলা সুলতানা ঝুমা নানা অনিয়ম করছেন। সম্প্রতি সময়ে পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ বাজার ফান্ডে নিয়ন্ত্রণাধীন গুইমারা বাজারের ইজারার শেয়ারের লাভ্যাংশ আত্মসাত করেছেন। পার্বত্য জেলা পরিষদ থেকে সংগঠনের নামে এক কোটি ৬০ লাখ টাকার কাজ ও ১৫ মে:টন খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকল্প নিজ নামে গ্রহণ করে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়।

অপর দিকে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে সম্মানহানির চেষ্টা বলে তিনি সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন। একই দিন রাতে এনসিপির নেতার মোঃ রাসেলের বিরুদ্ধে পাল্টা জিডি করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা।

১২ জুলাই রাতে খাগড়াছড়ি থানায় মনজিলা ঝুমার করা জিডি সূত্রে জানা যায়, গুইমারা এনসিপির যুগ্ম-সমন্বয়ক মোঃ রাসেল ঐ দিন সকাল ১০ টায় কন্যা ভুল করিস না…ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলছি..বয়কট’ শীর্ষক একটি ফেইসুবক পোষ্ট করেন। ঐ পোস্টের নীচে তিনি আবার একাধিক নেতিবাচক মন্তব্য করেন। ’ঝুমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ভিত্তিহীন, কুরুচিপূর্ণ বিভিন্ন পোস্ট করেন।

আরো পড়ুন :  ফুলবাড়ীয়ার ভালুকজান মডার্ন গার্লসসহ ময়মনসিংহে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

এরপর বিভিন্ন ফেইসবুক আইডি থেকে ঝুমার বিরুদ্ধে সম্মানহানিকর পোষ্ট করা হয়। একই দিন মোঃ রাসেল খাগড়াছড়ি প্রেসক্লাবে আমাদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে। ঐ সংবাদ সম্মেলনে ঝুমা এবং তার সংগঠনকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন বক্তব্য রাখেন বলা উল্লেখ করা হয়। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন মনজিলা ঝুমা’।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা ঝুমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ তোলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এনসিপিরি যুগ্ম সমন্বয়ক মোঃ রাসেল শেখ। তিনি এই ঘটনায় ১৩ জুলাই খাগড়াছড়ি সদর থানায় সাধারন ডায়েরি করেছেন।

মোঃ রাসেল শেখ বলেন, মনজিলা ঝুমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার পর থেকে বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে। আমি ও আমার সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট করা হচ্ছে। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি।

খাগড়াছড়ি সদর থানার ওমি আব্দুল বাতেন মৃধা, দুই এনসিপির নেতা ও নেত্রীর পাণ্টা-পাল্টির জিডির সত্যতা স্বীকার করে বলেন, জিডি তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]