DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার ত্রাণ বিতরণ

Abdullah
আগস্ট ২৩, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে পার্বত্য বিষয়কগ মন্ত্রণালয়ের উপদেষ্টার ত্রাণ বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ শুক্রবার (২৩ আগষ্ট) বিকেল তিনটায় তিনি গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া, উত্তর গঞ্জপাড়া, গোলাবাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেন ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যক মানুষ যাতে ত্রাণ সহায়তা পায় সে জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, আমাদের পর্যাপ্ত ত্রাণ ও অর্থ রয়েছে। যদি এগুলো না কুলায় তা হলে আমরা ফাইন্যান্স মিনিস্ট্রির সহায়তা চাইবো। পরে তিনি গোলাবাড়ি ইউনিয়ন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ২শত ৫০ টি পরিবারদের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সচিব কংকন চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১