খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে চাচা আটক
- আপডেট সময় : ০৭:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ১০৪৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে চাচা আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচা মোঃ রফিক নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক শালবন এলাকার বাসিন্দা। আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে তাঁকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত যুবককে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ভুক্তভোগীর বাড়ির পাশেই থাকতেন রফিক। গতকাল শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় ভুক্তভোগীর রুমের ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করে চলে যান। পরবর্তী আজ সকালে ওই স্কুলছাত্রী বিষয়টি তার বাবা মাকে জানায়।
ওসি আরও জানান, ঘটনা শুনে অভিযুক্ত আসামি রফিককে জিজ্ঞাসাবাদ করলে তা স্বীকার করেন। অভিযুক্ত যুবক এর আগেও কয়েকবার ভুক্তভোগীকে ধর্ষণ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। আসামিকে আদালতে তোলা হবে।
























