DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের ফাঁসি  

Astha Desk
নভেম্বর ২৫, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের ফাঁসি
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড়ে ধর্ষণের পর হত্যার দায়ে মোঃ জাহাঙ্গীর আলমকে নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক এই রায় দেন। তবে দণ্ড পাওয়া আসামি জাহাঙ্গীর জামিনে বেরিয়ে বর্তমানে পলাতক রয়েছে।
রাতে আদালত থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হেমন্ত ত্রিপুরা।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর রাত ৮টার দিকে রামগড়ে ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়।
পরে ভিকটিমের স্বজনেরা বাদী হয়ে ঘটনার ৭ দিন পর জাহাঙ্গীরকে আসামি করে রামগড় থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০২০ সালে ২৮ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে। ২০২৩ সালের ৯ মে অভিযোগ গঠন করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন বিচারক।
মামলার অপর আসামি মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০