DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৪ঠা নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৪ঠা নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সাংবাদিক সুমনের উপর হামলার ঘটনায় ২জন গ্রেফতার

News Editor
এপ্রিল ১২, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় সাংবাদিক সুমনের উপর হামলার ঘটনায় ২জন গ্রেফতার

অনলাইন টিভি কেটিভির,ও রংপুর সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সুমন মন্ডলের উপর হামলার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ ।

আটককৃতদের একজনের নাম নজমল হক এবং অন্যজন মোঃ সেলিম মিয়া।

১২ এপ্রিল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজির মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত দুজনেই কুখ্যাত জুয়াড়ি বলে অভিযোগ রয়েছে ।

গাইবান্ধা সদর থানার সাব ইন্সপেক্টর বাপ্পী কুমার জানান, তার নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশের একটি টিম রামচন্দ্রপুর ইউনিয়নের কাজির মোড় এলাকা থেকে সুমন মন্ডলের উপর হামলার ঘটনার এজাহারভূক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত মোঃ সেলিম মিয়া রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে ।

 

উল্লেখ্য যে, এর আগে গত ৮ ই মার্চ সংবাদ প্রকাশের জের ধরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়ায় জুয়াড়িদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক সুমন ।

হামলার পর জুয়াড়িরা তার কাছে থাকা ক্যামেরাটিও ছিনিয়ে নিয়ে চলে যায় ।পরে স্থানীয়রা সুমনকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায় । এরপর হামলার ঐ দিনই সুমন মন্ডল নিজে বাদী হয়ে মোঃ লিটন , মোঃ নজমল হক, ও মোঃ সেলিমসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করে ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪