চালু হচ্ছে উল্টাছড়ি বাজার: বুধবার সাপ্তাহিক হাট
- আপডেট সময় : ০৫:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৩৩৭ বার পড়া হয়েছে
চালু হচ্ছে উল্টাছড়ি বাজার: বুধবার সাপ্তাহিক হাট
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি বাজারটি প্রায় তিন যুগ প্রতিক্ষার পর আবারও চালু হতে যাচ্ছে। প্রতি বুধবার সাপ্তাহিক হাট নির্ধারণ করা হয়েছে। উল্টাছড়ি বাজার চালুকরণের লক্ষ্যে এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দফায় দফায় আলোচনা ও মতবিনিময় সভার পর আবারও চালু হতে যাচ্ছে।
এউপলক্ষে আজ সেমবার (৩ নভেম্বর) সকালে বাজার পরিদর্শন ও মতবিনিময় করেছে বাজার উন্নয়ন কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি মোঃ আবুল হোসেনে, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন দুলাল, বাজার চৌধুরী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, প্রচার সম্পাদক নুর মোহাম্মদসহ বাজার ব্যবসায়ীগন।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন দুলাল বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলাবন্ধনে উল্টছড়ি বাজারটি চালু করতে সকলের সহযোগীতা চাই। এখানে বাজারটি চালু করতে যারা অবৈধভাবে বাধা সৃষ্টি করবে তাদেরকে প্রশাসনের সহযোগীতায় আইনের আওতায় আনা হবে। বাজারটি চালু হলে সকল সম্প্রদায়ের হাজার মানুষ উপকৃত হবে।
বাজার চৌধুরী সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম বলেন, বাজার ফান্ড খাগড়াছড়ির অনুমোদিত উল্টাছড়ি বাজারটি ১৯৮০-৮১ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৬ সালে পার্বত্য বিরাজমান পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায়। তখন সেখানে বিভিন্ন লোকজন আশ্রয় নেয়। এক সময় বাজারের অস্থিত্ব হারায়। সকলের সহযোগিতায় বাজারটি প্রতি বুধবার পুনরায় চালু হবে।




















